Logo

রাজনীতি    >>   বিএনপির সংস্কার প্রস্তাব: এক বছরের ভাতা ও চাকরির নিবন্ধন ব্যবস্থা

বিএনপির সংস্কার প্রস্তাব: এক বছরের ভাতা ও চাকরির নিবন্ধন ব্যবস্থা

বিএনপির সংস্কার প্রস্তাব: এক বছরের ভাতা ও চাকরির নিবন্ধন ব্যবস্থা

চাকরিপ্রত্যাশী যুবকদের জন্য ভিন্নধর্মী পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার (২৪ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত এক আলোচনা সভায় জানান, পড়াশোনা শেষে যারা এক বছরের মধ্যে চাকরি পাবেন না, তাদেরকে রাষ্ট্র ভাতা প্রদান করবে। এ ছাড়া চাকরিপ্রত্যাশীদের জন্য একটি রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আমির খসরু বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল বা নেতা এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হবে, তাদের ভবিষ্যৎ নেই। রাজনৈতিক সদিচ্ছা থাকলে দেশের উন্নয়নে যেকোনো পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব।”

তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি প্রজেক্টের ডেলিভারি সিস্টেমে স্বচ্ছতার অভাব রয়েছে। সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন কার্যক্রম থেকে সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব। আমরা এমন প্রকল্পে বিনিয়োগ করেছি, যা থেকে রিটার্ন আসেনি। তবে ভবিষ্যতে এমন প্রকল্প বাস্তবায়ন করবো যা জনগণকে উপকৃত করবে। উন্নত কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নর্ডিক দেশগুলোর মডেল অনুসরণ করা যেতে পারে।”

বিএনপির প্রস্তাবে ইউনিভার্সাল হেলথ কেয়ার ব্যবস্থা অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেছেন খসরু। তিনি জানান, এটি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা মডেল অনুসরণ করে বাস্তবায়িত হবে। বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের চিকিৎসার খরচ আফগানিস্তানের তুলনায়ও বেশি। ইউনিভার্সাল হেলথ কেয়ার ব্যবস্থা বাস্তবায়িত হলে মানুষের স্বাস্থ্যসেবার খরচ অনেকটাই কমে আসবে এবং আয়ের বৈষম্য কমবে।”

বিএনপির পরিকল্পনায় শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান খসরু। তিনি বলেন, “ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগিয়ে আমরা তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের রাজস্ব আয়ও সহজ হবে।”





P.S 220 Winter concert

P.S 220 Winter concert